Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশিকে গুলি করে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকা থেকে মঈনুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশিকে গুলিবিদ্ধ অবস্থায় ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের নরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোরে ধবলগুড়ি সীমান্তের ৮৭৫/৮ এস সাব পিলারের কাছে ধবলগুড়ি এলাকায় গরু পারাপারের কাজ করছিল মঈনুল। এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা-১৪৮ বিএসএফ টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে বিদ্ধ হয় সে। এরপর বিএসএফ সদস্যরা মঈনুলকে টেনে-হিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

এ ব্যাপারে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম জানান, আমরা বিষয়টিতে নিশ্চিত নই, লোকমুখে শুনেছি, বিষয়টি জানার চেষ্টা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ