Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

স্কুলছাত্রের ওপর হামলা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামীদের দ্রæত গ্রেফতারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও বিক্ষুব্ধ এলাকাবাসী।

গতকাল রোববার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্র্মসূচি পালন করে এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও এলাকাবাসী। মানববন্ধন চলাকালে উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালায়। এতে মহাসড়কের দুইদিকেই দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে কালিহাতী উপজেলা প্রশাসন আসামীদের দ্রæত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠিয়ে নেয় তারা।

উল্লেখ্য, গত ২৪ জুন বিকেলে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে র‌্যাগিং করে সবুজ, সজীব, রাফিসহ ১৫-২০ জনের একদল যুবক হৃদয়ের উপর পৈশাচিক নির্যাতন করে গুরুতর আহত করে। বর্তমানে সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ