Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন প্রভোস্ট সাদেকুজ্জামান প্রক্টরে বহাল ড. কামাল

কুবির ফয়জুন্নেছা হল

কুবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

কুমিল্লা বিশ^বিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে নতুন প্রভোস্ট হিসেবে প্রতœতত্ত¡ বিভাগের সহকারী অধ্যাপক মো: সাদেকুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে এবং পরবর্তী প্রক্টর নিয়োগ না দেওয়া পর্যন্ত বর্তমান প্রক্টর অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকেই প্রক্টরের দায়িত্বে বহাল রাখা হয়েছে। গতকাল রোববার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।

রেজিস্ট্রার সূত্রে জানা যায়, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের পূর্ববর্তী প্রভোস্ট গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান শিক্ষা ছুটিতে যাওয়ায় হলের সিনিয়র হাউজ টিউটর মো: সাদেকুজ্জামানকে প্রভোস্ট পদে নিয়োগ দেওয়া হয় এবং প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিনের প্রক্টর পদের মেয়াদ গত ১০ জুন শেষ হওয়ায় নতুন প্রক্টর নিয়োগ দেওয়া পর্যন্ত তিনিই প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ