Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্ষ সঙ্কটে পাঠদান ব্যাহত

ছাগলনাইয়ার শহীদ জিয়া সিনিয়র মাদরাসা

ছাগলনাইয়া (ফেনী ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ছাগলনাইয়ার ঐহিত্যবাহী শহীদ জিয়া ইসলামীয়া সিনিয়র মাদরাসার দীর্ঘদিন ধরে শ্রেণী কক্ষ ও একাডেমিক ভবন সঙ্কটে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রীর এ প্রতিষ্ঠানটির মাত্র একটি দ্বিতল ভবন দিয়ে কোন রকম গাদাগাদি করে অতি কষ্টে পড়া লেখা করছে। সর্বশেষ ঘূর্ণিঝড় ফণির আঘাতে মাদরাসার টিন সেড় ঘরটি বিধ্বস্ত হয়ে যায়। একটি মাত্র ভবনে কোন ভাবেই সুচারুভাবে পাঠদান সম্ভব নয় বলে জানিয়েছেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওয়াজি উল্যাহ। মাদরাসাটির নাম শহীদ জিয়ার নামে নামকরণ হওয়ায় দীর্ঘদিন ধরে মাদরাসাটি সরকারি ও বেসরকারী সাহায্য, সহযোগিতা থেকে অনেকটা বঞ্চিত হয়েছে।

জানা যায়, ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন ও পৌরসভার একাংশসহ বেশ কয়েকটি গ্রামের দ্বীনি শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান জঙ্গলমিয়া বাজারের নিকট অবস্থিত শহীদ জিয়া ইসলামীয়া সিনিয়র মাদরাসাটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠা হয়ে ১৯৯৫ সালে এমপিওভুক্ত হয়। ২০০৪ সালে আলিম শ্রেণীর স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষারমান ভালো হওয়ায় উপজেলার মাদরাসাটি ব্যাপক খ্যাতি লাভ করে। বর্তমানে মাদরাসাটিতে ১৭ জন শিক্ষক কর্মচারী প্রায় ৫ শতাধিক ছাত্র ছাত্রী রয়েছে। তবে শিক্ষার্থীদের পাঠদানের জন্য একাডেমিক ভবন ও প্রয়োজনীয় আসবাবপত্র সঙ্কট রয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষার মান ধরে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রদক্ষেপ নিতে অভিভাবক ও ছাত্র ছাত্রীরা জোরালো দাবি জানিয়েছেন।

ছাগলনাইয়া উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ-সভাপতি ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওয়াজি উল্যাহ জানান, একটি নতুন ভবন নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে বার বার ধরনা দিয়েও কোন আশ্বাস পাইনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ