Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্ন পৌরসভার বাজেট ঘোষণা

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

দেশের বিভিন্ন পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ঘোষণা হয়েছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
নেত্রকোনা পৌরসভা

নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নতুন কোন করারোপ ছাড়াই নেত্রকোনা পৌরসভা ২০১৯-২০২০ ইং অর্থ বছরে ১শ’ ৩৮ কোটি ৮৮ লাখ ৫১ হাজার ২ শ’ ২০ টাকার বাজেট পেশ করা হয়েছে। পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান গতকাল রবিবার সকাল ১১টায় পৌর মিলনায়তনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর নাগরিকদের উপস্থিতিতে এ বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে আয় দেখানো হয়েছে ১শ’ ৩৪ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৪ শত ৫৮ টাকায়। আগত তহবিল ৪ কোটি ১২ লাখ ৬৯ হাজার ৭ শত ৬২ টাকা। বাজেটে ব্যয় দেখানো হয়েছে ১ শ’ ৩৬ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ১ শ’ ৮২ টাকা। সমাপনী স্থিতি ২ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৩৮ টাকা।

বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর মেয়র নজরুল ইসলাম খান বলেন, এবারের বাজেটে পৌর নাগরিকদের নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণের পাশাপাশি মুক্তিযুদ্ধের ভাষ্কর্য নির্মাণ, কোমলমতি শিশু কিশোরদের নির্মল চিত্ত বিনোদনের জন্য পার্ক নির্মাণ এবং সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য অত্যাধুনিক অডিটরিয়াম নির্মাণর প্রতিশ্রæতি প্রদান করেন।
বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, প্যানেল মেয়র আমীর বাশার, সকল কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ জেলা শহরের গণ্যমান্য নাগরিকগন উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ পৌরসভা
গোপালগঞ্জ থেকে স্টাফ রিপোর্ঁার জানান, গোপালগঞ্জ পৌরসভার একশ’ বিরাশি কোটি পচানব্বই লাখ সাতষট্রি হাজার তের টাকার নয়া উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে মোট আয় ধরা হয়েছে একশ’ ছিয়াআশি কোটি সাইত্রিশ লাখ সাতানব্বই হাজার চারশ’ তেপ্পান্ন টাকা। ব্যয় দেখানো হয়েছে একশ’ বিরাশি কোটি পঁচানব্বই লাখ সাতষট্রি হাজার চারশ’ তের টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে তিন কোটি বিয়াল্লিশ লক্ষ ত্রিশ হাজার চল্লিশ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর কাউন্সিলর আতিকুর রহমান পিটুসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে বাজেট অধিবেশনে মেয়র উপস্থিত সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মৌলভীবাজার পৌরসভা
মৌলভীবাজা থেকে এস এম উমেদ আলী জানান, নতুন কোনো করারোপ ছাড়াই মৌলভীবাজার পৌরসভার ১৪২ কোটি ২৮ লক্ষ ৪০ হাজার ২৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে পৌর মিলনায়তনে সাংবাদিক ও পৌর নাগরিকদের উপস্থিতিতে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।

পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) রনধীর কুমার রায়ের সঞ্চালনায় বাজেটের উপর মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, এনটিভির স্টাফ রিপোর্ঁার সাংবাদিক এস এম উমেদ আলীসহ অন্যান্যরা।

বাজেট ঘোষনাকালে মেয়র বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ্য রেখে এ বাজেট করা হয়েছে।
নতুন করারোপ ছাড়াই মৌলভীবাজার পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের ১৪২ কোটি ২৭ লক্ষ ৪০ হাজার ২৭৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেটে মৌলভীবাজার শহরের সৌন্দর্যবর্ধনের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর উল্লেখযোগ্য হল বেরি লেইক, কুদালিছড়া, কয়েকটি পুকুর ও দিঘির সুন্দর্যবর্ধন, নারী ও পুরষদের বিনোদনের জন্য পৃথক বসা ও পায়ে হাটার জন্য ফুটপাত, ফুলবাগান ও ড্রেন সংস্কার ও নির্মাণসহ নানা দৃশ্যমান উন্নয়ন কাজ।

মাগুরা পৌরসভা
মাগুরা থেকে স্টাফ রিপোর্ঁার জানান, মাগুরা পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের ১শ’ ৩৬ কোটি ৫৯ হাজার টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করেন মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১শ’ ২১ কোটি ৫৯ হাজার টাকা।

গতকাল রোববার দুপুরে মাগুরা পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান। অতিথি হিসেবে ছিলেন, সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক। ঘোষিত এ বাজেটে ১৫ লাখ টাকা উদ্বৃত্ব রাখা হয়েছে।

মহেশপুর পৌরসভা
মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, মহেশপুরে পৌর সভার মেয়র ২০১৯-২০২০অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন।

গতকাল রোববার সকাল ১১টায় মহেশপুর পৌর সভার সভা কক্ষে সাংবাদিক, কাউন্সিলর, পৌর কর্মকর্তা কর্মচারী ও সুধীজনদের উপস্থিতিতে মেয়র আব্দুর রশিদ খাঁন ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য বাইশ কোটি তেত্রিশ লাখ চৌত্রিশ হাজার সাতশ’ দুই টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে বিভিন্ন খাতে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৭০২ টাকা ও একই পরিমান টাকা ব্যয় ধরা হয়েছে।


গৌরীপুর পৌরসভা
গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার বাজেটোত্তর সংবাদ সম্মেলন গতকাল পৌর মেয়রের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে পৌর মেয়র ২০১৯-২০২০ ইং অর্থ বছরে জন্য নতুন কোন করারোপ ছাড়াই ৫৪ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৪৭১ টাকা ৪৩ পয়সা বাজেট ঘোষণা করেন। উক্ত বাজেটে পৌর এলাকায় অতিজনগুরুত্বপূর্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। তা ছাড়া কিছু প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান, যা ডিসেম্বর ১৯ মধ্যে বাস্তবায়ন করা হবে।

পৌরসভার সচিব মদন মোহন দাসের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহম্মদ খান সোলভী, প্যানেল মাসুদুর রহমান সুজন, কাউন্সিলর আলী আহম্মদ, সাইফুল ইসলাম রিপন, আতাউর রহমান আতা, মাসুদ খান রতন, নূরুল ইসলাম, এমরান মুন্সী, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শিউলি চৌধুরী, ইয়াসমিন আক্তার, দিলোয়ারা আক্তার দিলু, কাউন্সিলর, প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদিনসহ পৌরসভার গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


পার্বতীপুর পৌরসভা
পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার জানান, পার্বতীপুর পৌরসভা ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে।
গতকাল রোববার বিকেল ৪টায় পৌর সভার লার্নিং স্টোরে বাজেট ঘোষণা করেন মেয়র এজেডএম মেনহাজুল হক। এর আগে পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মঞ্জুরুল হক মঞ্জু ও পার্বতীপুরে কর্মরত বিভিন্ন পত্রিকার সংবাদকর্মী বক্তব্য রাখেন। বক্তারা পৌর সভার বিভিন্ন সমস্যা উলে­খ করে সেগুলো ২০১৯-২০২০ অর্থ বছরে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পৌর মেয়র ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ২৪ কোটি ৫০ লাখ ১২ হাজার ৯৫৫ টাকা ও ব্যয় দেখানো হয়েছে ২৪ কোটি ১৯ লাখ ১২ হাজার ৯৫৫ টাকা। বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ ও পৌর সচিব সাইদুর রহমান।


সাতকানিয়া পৌরসভা
সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, নতুন কোন কর আরোপ ছাড়ায় ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৪১৪,১৪৫,৭৭৫ (চারশত চৌদ্দ কোটি একশত পঁয়তাল্লিশ হাজার সাতশত পঁচাত্তর) টাকার বাজেট ঘোষণা করেছেন।

সাতকানিয়া পৌরসভা এ বাজেটে পৌরসভার পানিবাদ্ধতা দূরীকরণের লক্ষে নতুন ড্রেন নির্মাণ, নারী উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বরাদ্দ রাখা হয়েছে। রোববার বিকালে সাতকানিয়া পৌরসভা প্রাঙ্গনে বিশাল বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের। প্রধান অতিথি এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী উপস্থিত ছিলেন। পৌর মেয়র বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ