রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের রাউজানে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই স্কুল ছাত্র মারা গেছে। গত শনিবার দুপুরে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের পশ্চিম আধার মানিক নৃপন্দ্র খলিফার বাড়ির বিজ্ঞান বড়ুয়ার ছেলে বাঁধন বড়ুয়া (১৫) দীর্ঘ দুই বছর ধরে একই ইউনিয়নের মধ্যম আধার মানিক গ্রামের সার্বজনীন বৌদ্ধরশ্নী বৌদ্ধ বিহারে স্রমন হিসেবে (লাল কাপড় পড়ে) থাকে। গত শনিবার বেলা ১২টার দিকে সে বৌদ্ধ বিহারের সামনের পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানবশত পুকুরে পড়ে যায়। সাঁতার না জানার কারণে সে আর পুকুর থেকে উঠতে পারেনি। কিছুক্ষণ পর তাকে খোঁজাখুজি করে না পাওয়ায় স্থানীয়রা তার লাশ পুকুর থেকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের পাইওনিয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত বাঁধন অলিমিয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র ছিলেন।
একই দিন দুপুরে পৌরসভার গহিরায় পুকুরে পড়ে আরেক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মো. তামিম (১২)। সে গহিরা ইউনিয়নের মোহাম্মদ পোতন মিস্ত্রির বাড়ির কাতার প্রবাসী মো. জমিরের ছেলে। প্রতিবেশী আরফাত হোসেন জানান, মো. তামিম গহিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। গত শনিবার দুপুরে স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে এসে প্রতিবেশী ছেলেদের সঙ্গে ফুটবল খেলে। পরে সে একা বাড়ির সামনের পুকুরে হাত ধুতে গেলে তার হাতে থাকা ফুটবলটি পুকুরের সিঁড়ি থেকে পড়ে যায়। ফুটবল নেয়ার চেষ্টা করলে সে সিঁড়ি থেকে পুকুরে পড়ে যায়। পরে তার ভাসমান লাশ প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।