Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ ঘণ্টা চেষ্টায় নামানো হলো যুবককে

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

অভিভাবক থেকে শুরু করে স্থানীয়রা যখন ব্যর্থ হয়েছে তখন টানা পাঁচ ঘন্টা চেষ্ঠার পর নুর মোহাম্মদ (২০) নামের মানসিক বিকারগ্রস্থ যুবককে বিশ ফুট উটু জাম গাছ থেকে নামিয়ে আনলো ফায়ার সার্ভিসের একটি দল। গত শনিবার রাত ৯টার দিকে রামগড় পৌরসভার সদুকার্বারীপাড়া শালবাগানটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

গাছে উঠে বসে থাকা যুবক নুর মোহাম্মদ রামগড় পৌরসভার শালবাগানটিলা এলাকার মো. মকবুল আহাম্মদের ছেলে।
জানা যায়, মানসিকভাবে বিকারগ্রস্থ যুবক নুর মোহাম্মদ শনিবার বিকালের দিকে নিজেদের বাড়ির পাশের একটি জাম গাছে উঠে গ্রামের বাচ্চাদের জাম পেড়ে দেয়। কিন্তু বিকাল পেড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও গাছ থেকে নামছে না ঐ যুবক। তখন অভিভাবকরা তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে শতশত উৎসুক জনতা সেখানে ভিড় করে। খবর পেয়ে রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী ও পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান।

নানাভাবে চেষ্টার পরেও তাকে গাছ থেকে নানাতে ব্যর্থ হলে রাত সাড়ে আটটার দিকে রামগড় ফায়ার সার্ভিসকে খবর দিলে টানা পাঁচ ঘন্টা চেষ্টার পর রাত ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় রামগড় ফায়ার সার্ভিসের একটি দল তাকে অক্ষত অবস্থায় গাছের বিশ ফুট উটুঁ থেকে উদ্ধার করে।

রামগড় পৌরসভার কাউন্সিলর মো. সাহাব উদ্দিন বলেন, ছেলেটি ছোটবেলা থেকেই মানসিকভাবে বিকারগ্রস্থ। তার মাঝে অপশক্তির প্রভাব রয়েছে জানিয়ে তিনি বলেন, ছেলেটিকে গাছ থেকে নামাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত নয়টার দিকে তাকে গাছ থেকে উদ্ধার করা হয়।

রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে যুবকটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সংজ্ঞাহীন থাকায় উদ্ধারকৃত যুবককে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ