Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আধুনিক শিক্ষার দিকে ঝুঁকছে ফরিদপুরের মাদরাসাগুলো

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

যুগের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে ফরিদপুরের অনেক মাদরাসা আধুনিক যুগোপযোগি শিক্ষার দিকে ধাবিত হচ্ছে। বিজ্ঞান বিভাগের শিক্ষা ছাড়াও ল্যাব স্থাপন, আইসিটি সুবিধা, বিতর্ক প্রতিযোগীতাসহ নিয়মিত সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা হচ্ছে এসব মাদরাসায়। শিক্ষকরা মনে করেন শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের শিক্ষা ব্যাবস্থার সাথে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতেই এ ধরনের যুগোপযোগী শিক্ষা প্রদান জরুরি।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রত্যন্ত পল্লীবেড়া গ্রামে ১৯৯১ সালে স্থাপিত হয় ইকামাতেদ্বীন মডেল কামিল মাদরাসা। সময়ের বিবর্তনে মাদরাসাটি এখন কামিল পর্যায়ে উন্নীত। একইসাথে টিনের ঘর থেকে শুরু হওয়া এ মাদরাসার চারটি পাকা ভবনে মানসম্মত শ্রেনীকক্ষে পাঠদান করা হয় শিক্ষার্থীদের।

অধ্যক্ষ আবু ইউসুফ মৃধাসহ শিক্ষকদের দাবি, মাদরাসাটিতে, পাঠাগার, সায়েন্সের যন্ত্রপাতি, একাধিক কম্পিউটার ল্যাবসহ আধুনিক শিক্ষার সব ধরনের সুবিধা রয়েছে। যা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করছে।
আর আধুনিক শিক্ষা ব্যাবস্থায় শিক্ষিত হতে পেরে খুশি শিক্ষার্খীরাও। তারা মনে করেন, পুথিগত শিক্ষার পাশাপাশি নিয়মিত বিতর্ক ও সাংস্কৃতিক চর্চা করায় অংশ নিতে পেরে সমৃদ্ধ হচ্ছেন নিজেরা।
পরিচালনা পর্ষদের দাবি, নানা সুবিধা দিয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করা হচ্ছে মাদরাসা শিক্ষায়। এতে পরিবর্তিত হচ্ছে মাদরাসা শিক্ষার গুনগত মান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ