রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের বঙ্গবন্ধু সড়কের আনোয়ারা মডেল একাডেমির পাশ থেকে গত শুক্রবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র তৈরি করার সময় মিটুল বিশ্বাস (৪২) নামে এক কর্মকারকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।
এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দীপংকর সান্যাল বাদি হয়ে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একটি সাধারণ ডায়েরি করে। এতে গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। মিটুল বিশ্বাস পাশবর্তী আলফাডাঙ্গা উপজেলার পন্ডিতবানা গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে।
উপ-পুলিশ পরিদর্শক দীপংকর সান্যাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিটুলের দোকানে অভিযান চালিয়ে লোহার তৈরি ৪ টি কাতরা, বাট সংযুক্ত একটি চাপাতি উদ্ধার করা হয়। কে বা কারা এই অস্ত্র তৈরি করতে দিচ্ছে সে বিষয়ে কর্মকার মিটুল বিশ্বাস মুখ খুলছে না। এ জন্য ৫৪ ধারায় চালান করা হয়েছে। পরবর্তীতে অন্য কোন মামলার মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।