Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় শাস্তির দাবিতে মানববন্ধন

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ছাত্রীদের যৌন নিপীড়ন ও ধর্ষনকারী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।

মানবিক নেত্রকোনা, শিশু ছায়া, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, নারী প্রগতি সংঘ, জনউদ্যোগ, নেত্রকোনা মহিলা পরিষদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ব্যানারে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে অভিযুক্ত প্রধান শিক্ষক আইন উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, মানবিক নেত্রকোনা’র খান ফয়জুল, নেত্রকোনা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, নারী নেত্রী কোহিনূর বেগম, নারী প্রগতির সংঘের মৃনাল কান্তি চক্রবর্তী, কল্পনা মহানায়ক, নাছিমা খানম, সাংস্কৃতিক কর্মী শিল্পী ভট্টাচার্য, অভিভাবক শাহানা আক্তার পপি, শিশু ছায়া’র সম্পাদক নেত্রকোনা উশু এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান বাবুল, তোফায়েল খান শায়ন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ