Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনা স্বপ্ন দেখান না বাস্তবায়নও করেন

আলোচনা সভায় পানি সম্পদ উপমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বাজেট নিয়ে সমালোচনা করা বিএনপির কোন অধিকার নেই। এ বাজেট অবশ্যই উচ্চ বিলাসী বাজেট। কারণ শুধু বিএনপিই নয়, কেউ এত বড় বাজেট দিতে পারেনি। দেশকে এগিয়ে নিতে হলে বড় বাজেটই প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাজেট দিয়েছে, তা শতভাগ বাস্তবায়ন হবে। কারণ বঙ্গবন্ধুকন্যাই একমাত্র নেত্রী যিনি জাতিকে স্বপ্ন দেখান এবং বাস্তবায়ন করেন।

গতকাল রাজধানীর কাকরাইলে আইডিইবি হলরুমে ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের ঈদ পুর্নমিলনী ও আলোচনা সভায় তিনি একথা বলেন। এনামুল হক শামীম বলেন, জাতির পিতাকে হত্যার পর দেশ উল্টোপথে চলছিল। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিতে শুরু করেন। কিন্তু ষড়যন্ত্রের কারণে ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। ২০০৮ সালে জনগণের ভোটে আবার ক্ষমতায় এসে টানা সাড়ে দশ বছর দেশ পরিচালনা করছে।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বাজেটে নদী ভাঙ্গন রোধে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। ইতোপূর্বে কোন সরকার রাখেনি। নদী ভেঙ্গে যেন কারো ঘরবাড়ি হারাতে না হয়, কেউ যেন গৃহহীন না হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। নড়িয়ার উন্নয়নে পেশাজীবীদের যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান শরীয়তুপুর-২ আসনের এ সংসদ সদস্য। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে কিংবা নিজ নিজ এলাকায় এগিয়ে শুধু রাজনীতিবিদদের পক্ষে সম্ভব নয়। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকে এগিয়ে নেওয়া সম্ভব। এ জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এতে বক্তব্য রাখেন, সাবেক বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল্লাহ হারুন পাশা, কর কমিশনার আলী আজগর প্রমুখ।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ২৯ জুন, ২০১৯, ১২:৪৭ এএম says : 0
    ভোট চুরি বাস্থবায়ন হইয়াছে? আর কি রে নিরবোধেরা?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ