Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনা-শাহজাদপুর-ঢাকা বাস সার্ভিস ৫ দিন ধরে বন্ধ

পাবনা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৪ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কোচের চালককে পাবনার অপর বাসের শ্রমিকরা মারপিট করার কারণে পাবনা থেকে শাহজাদপুর হয়ে ঢাকা রুটে গত সোমবার চলছে না কোচ-বাস। প্রায় ৫ দিন যাবৎ দূরপাল্লার বাস-কোচ চলাচল বন্ধ রয়েছে।

পাবনা থেকে হাটিকুমুড়ল রোড দিয়ে ২ দিন পাবনার বাস-কোচ বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে চলাচল করলেও শাহাজাদপুরের শ্রমিকদের সাথে উল্লাপাড়ার বাস শ্রমিকরা একাত্মতা ঘোষণা করায় সিরাজগঞ্জ মোড় বন্ধ করে অবরোধ সৃষ্টি করা হচ্ছে। চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। মারপিটের প্রতিবাদে ও সুষ্ঠু বিচারে দাবিতে শাহজাদপুরে বাস শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানায়, সিরাজগঞ্জের শাহজাদপুরের শাহজাদপুর ট্রাভেলসের গাড়ির সঙ্গে পাবনার তিতাস গাড়ির টাইম চেইন নিয়ে দ্ব›েদ্বর সৃষ্টি হয়। শাহজাদপুর দিয়ে পাবনার কোন বাস-কোচ চলাচল করছে না।

শাহজাদপুর ট্রাভেলসের চালক সাগরকে পাবনার তিতাস পরিবহনের শ্রমিকরা মারপিট করলে তিনি গুরুতর আহত হন। তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শাহজাদপুরের বাস শ্রমিকরা পাবনা থেকে শাহজাদপুরের উপর দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়। পাল্টা পাবনার বাস শ্রমিকরাও পাবনায় শাহজাদপুরের বাস কোচ চলাচল বন্ধ করে দিয়েছেন। যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

হাটিকুমড়ল সড়কের শেষ প্রান্ত সিরাজগঞ্জ মোড় এলাকা দিয়ে গত সোমবার ও মঙ্গলবার পাবনার বাস-কোচ ঢাকা চলাচল করলেও এখন এই রুট বন্ধ করা হয়েছে। এখন পাবনার বাস-কোচের জন্য খোলা রয়েছে নগরবাড়ী ঘাটের অদূরে কাজীর হাট ঘাট। এখানে পাবনার বাস গিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন, দূরপাল্লার গাড়ির কোচের ভাড়া করা স্পিডবোড-লঞ্চে যমুনা নদী পাড়ি দিয়ে শিবালয় ঘাটে ঠেকছে, এখানে স্ব স্ব কোচের যাত্রী বাসে করে মানিকগঞ্জ জেলা দিয়ে ঢাকা যাচ্ছেন।

বর্ষা বাদলের দিনে অনেকে স্পিডবোড এবং লঞ্চে নদী পাড় হতে ভয় পাচ্ছেন। অনেকে এই রুটেই যাচ্ছেন । প্রসঙ্গত, পাবনা শাহাজাদপুরের বাস শ্রমিকদের মধ্যে বছরে অন্তত ৪ বার ঝামেলা বাঁধে। উদ্ভূত পরিস্থিতি নিরসন কল্পে পাবনা বাস মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সেক্রেটারি এবং পাবনার শ্রমিক নেতারা চেষ্টা চালাছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ