Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রীদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে জবাবদিহি করতে হবে ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আবদুল্লাহ আসন্ন হজ মৌসুমে সউদী আরবে হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম সমন্বয়, হজযাত্রী সেবা ও প্রয়োজনীয় সহায়তার জন্য গঠিত হজ প্রশাসনিক দলের সদস্যদের নিজ নিজ দায়-দায়িত্ব সঠিকভাবে পালনের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, আল্লাহর ঘরের মেহমান হজযাত্রীদের প্রতি দায়-দায়িত্ব (খেদমত) পালনে ব্যাত্যয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে। হাজীদের সেবা নিশ্চিতকরণে সজাগ দৃষ্টি রাখতে হবে। গতকাল শুক্রবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ৫৭ সদস্যবিশিষ্ট হজ প্রশাসনিক দলের সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি চলাকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সভায় উপস্থিত একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানান। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর সভাপতিত্বে ও ধর্ম সচিব আনিছুর রহমানের উপস্থিতিতে এ সভায় প্রশাসনিক দলের সদস্যদের মক্কা, মদিনা ও জেদ্দায় অবস্থানকালে বিশেষ করে হজের মূল আনুষ্ঠানিকতার কয়েকটি দিন টিমের সদস্যদের মধ্যে সমন্বয় সাধন করে কীভাবে দায়িত্ব পালন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনিক দলের সদস্যদের দায়-দায়িত্ব সম্পর্কে বলা হয়, তারা হজযাত্রীদের সেবায় সার্বিক কার্যক্রম এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম তদারকিতে বিঘœ ঘটিয়ে হজ কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেন না। দায়-দায়িত্বের স্থান কিংবা মিনা, আরাফা, মুজদালিফা ত্যাগ করার আগে অবশ্যই কাউন্সিলর হজকে অবহিত করতে হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ম প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ