Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৬ জুলাই বাচসাস-এর নির্বাচন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ঐহিত্যবাহী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই। গত বৃহ¯পতিবার নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে দ্বিবার্ষিক এই নির্বাচনের তারিখ জানানো হয়। বাচসাস নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলিমুজ্জামানের স্বাক্ষর করা তফসিল অনুযায়ী চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ জুলাই। মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে। নির্বাচনে আগ্রহীরা সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফর্ম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুলাই রাত দশটা পর্যন্ত। ৭ জুলাই মনোনয়ন পত্র বাছাই, ৮ জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র সংগ্রাহকরা চাইলে তাদের মনোনয়ন প্রত্র প্রত্যাহার করতে পারবেন ৯ ও ১০ জুলাই। চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ জুলাই রাত ৮টায়। ২৬ জুলাই জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১২ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, শেষ হবে সন্ধ্যা ৬টায়। দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত থাকবে ভোটগ্রহণ বিরতি। উল্লেখ্য, চলতি বছর বাচসাস প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে। ১৯৬৮ সালের ৫ এপ্রিল তৎকালীন চলচ্চিত্র সাংবাদিকদের এক সভায় গঠিত হয় পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি। দেশ স্বাধীন হওয়ার পর তা পরিবর্তন করে করা হয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক (বাচসাস)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ