রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুরের বিরামপুর সীমান্তে ২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল ১শ’ গ্রাম গাজাসহ মোতালেব হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে দাউদপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। আটক মোতালেব হোসেন উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজারের মহির উদ্দিনের ছেলে।
গতকাল শুক্রবার দুপুরে দাউদপুর ক্যাম্প কমান্ডার নাযেব সুবেদার তুহিন নন্দি জানান, গোপন সুত্রে জানতে পারি মেইন পিলার ২৮৯ এর ৪১ এস এলাকা দিয়ে মাদক ব্যবসায়ি ভারত থেকে ফেন্সিডিল নিয়ে আসছে। উক্ত তথ্যে ভিত্তিত্বে উত্তর দাউদপুর মাঠে ওথপেতে থাকলে সীমান্তের ৮’শ গজ বাংলাদেশ অভ্যান্তর থেকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ১শ’ গ্রাম গাজা পাওয়া গেছে।
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের যে কোন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।