Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ৫০ বিএনপি নেতাকর্মী কারাগারে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:০৯ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার অভিযোগে ১০টি মামলায় আত্মসমর্পণের পর বিএনপির ৫০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিম্ন আদালতে নিয়মিত হাজিরা না দেয়ায় ৮৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরমধ্যে ৫৭ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বয়স বিবেচনায় আদালত সাত জনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠিয়েছেন।

তাদের মধ্যে মহানগর বিএনপির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ ভোলা, পতেঙ্গা থানা বিএনপিসাধারণ সম্পাদক মো. সাহাবউদ্দিনসহ বেশ কয়েকজন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা আছেন। ২০১৮ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে নাশকতার অভিযোগে নগরীর পতেঙ্গা ও ইপিজেড থানায় তাদের বিরুদ্ধে এসব মামলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ