Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জ থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৯, ১২:৩৭ এএম

রাজধানীর কেরানীগঞ্জ থেকে ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মোঃ জুয়েল (২২), মোঃ হানিফ (২২), মোঃ মোক্তার হোসেন (২০) ও মোঃ ইমন (২০)। তাদের কাছ থেকে ২টি চাকু, ২টি সুইচ গিয়ার চাকু, ৪টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়। গত মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন এর নের্তৃতে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে কেরাণীগঞ্জ, সদরঘাট ও আশপাশ এলাকায় পথচারীদের নিকট থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল ছিনতাই করার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ