Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহীদ কামারুজ্জামানের প্রতি রাসিক মেয়রের শ্রদ্ধা নিবেদন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৯, ১২:০৪ এএম


 মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন তারই সুযোগ্য সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল বুধবার বাদ জোহর কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে পরিবারের পক্ষ থেকে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ