বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
র্যাব-৫ রাজশাহীর সদস্যরা মঙ্গলবার গভীর রাতে গোদাগাড়ীর দিয়াড় মানিকচর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ তুহিন আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে দিয়াড় মানিকচর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেন ছেলে।
র্যাব-৫ এর অধিনায়ক মাহফুজুর রহমান জানান, রাজশাহী র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ীর দিয়াড় মানিকচর এলাকায় অভিযান চালায়। এ সময় এক কেজি হেরোইনসহ তুহিন আলীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। ভারত থেকে হেরোইনগুলো পাচার করে নিয়ে আসছিল তুহিন। জব্দ করা এক কেজি হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি টাকা। তুহিন দীর্ঘদিন যাবৎ হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক পাচারের সঙ্গে জড়িত বলে র্যাব জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।