বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২০২২ সালের জুন মাসের মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল কারখানা মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
গতকাল বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পুরান ঢাকার চুড়িহাট্টা এবং বনানীতে সংঘটিত অগ্নিকান্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সালের জুনের মধ্যে কেমিক্যাল গুদামগুলো কদমতলী এবং টঙ্গীতে স্থানান্তর করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেবেন। বর্ষাকাল চলে এসেছে, কক্সবাজারের পাহাড়ী এলাকায় থাকা রোহিঙ্গারা পাহাড় ধসের ঝুঁকির মধ্যে রয়েছে কিনা- জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, বর্ষাকাল আসায় আমারও খুব চিন্তায় আছি। আন্তর্জাতিক যারা সাহায্য সংস্থা আছে তাদের সঙ্গে যৌথভাবে মিটিং করেছি। পাহাড়ের সব গাছ কেটে ফেলা হয়েছে, এখন শুধু মাটির পাহাড় দেখা যায়। আমরা রোহিঙ্গাসহ সংশ্লিষ্টদের নিয়ে মহড়া করেছি। এখন যে অবস্থা আছে, বর্ষা হলে পাহাড় ধস হতে পারে। পাহাড় ধস হলে কীভাবে উদ্ধার করতে হবে আমরা সেই বিষয়ে মহড়া করেছি, বাড়িঘরগুলো ও পাহাড়ী এলাকা শক্তিশালী করা। সেই কাজগুলো চলমান রয়েছে।
তিনি বলেন, উপকূলীয় এলাকায় হওয়ায় ১২০টি সাইক্লোন রেশল্টার করা হয়েছে। ফায়ার সার্ভিস দেয়া হয়েছে, বেড়িবাঁধ করা হয়েছে, বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। সবদিক থেকে ভাসানচর বসবাসের জন্য প্রস্তত।
প্রতিমন্ত্রী বলেন, যেহেতু রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে, আমাদের প্রধানমন্ত্রী চান সবার সঙ্গে সমঝোতার মাধ্যমে স্থানান্তর করতে। তিনি সেই আলোচনা চালিয়ে যাচ্ছেন। প্রত্যাবসান প্রক্রিয়া এবং রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য সর্বোচ্চ সুবিধা নিয়ে ভাসানচর প্রস্তুত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।