প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘কবির সিং’ ফিল্মটি যে এতোটা সাড়া জাগাবে তা কেউই অনুমান করতে পারেনি। সবার ধারণা ছিল ফিল্মটি প্রথম দিনে বেশি হলে ১৫ কোটি রুপি আয় করবে, কিন্তু বাস্তবে তার অনেক বেশি আয় করেছে। সবচেয়ে বড় কথা শাহিদ কাপুরের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র হতে যাচ্ছে ‘কবির সিং’। গত শুক্রবার এর সঙ্গে ‘ফাসতে ফাসাতে’ এবং ‘দি এক্সট্রাঅর্ডিনারি জার্নি অফ দ্য ফকির’ফিল্ম দুটি মুক্তি পেয়েছে; দুটি ফিল্মই বক্স অফিসে মার খেয়েছে। স›দ্বীপ ওয়াঙ্গার পরিচালনায় ফিল্মটিতে অভিনয় করেছেন শাহিদ কাপুর, কিয়ারা আডবানি, আদিল হুসেন, নিকিতা দত্ত, টিনা সিং, অর্জন বাজোয়া এবং সুরেশ ওবেরয়। একই পরিচালকের রোমান্স অ্যাকশন তেলুগু ফিল্ম ‘অর্জুন রেড্ডি’র (২০১৭) রিমেকটি প্রথম দিন আয় করেছে ২০.২১ কোটি রুপি। পরের দিনের আয় ২২.৭১ কোটি রুপি। রবিবারের ২৭.৯১ কোটি রুপি আয়ে সপ্তাহান্তে আয় হয়েছে ৭০.৮৩ কোটি রুপি। সোমবারের আয় ১৭.৫৪ কোটি রুপি। ফিল্মটি পাঁচে সাড়ে তিন থেকে চার তারকা পেয়েছে অধিকাংশ সমালোচকদের কাছ থেকে। এক্সপ্রেশন ফিল্মসের ব্যানারে রোমান্টিক কমেডি ‘ফাসতে ফাসাতে’পরিচালনা করেছেন অমিত আগারওয়াল; পরিচালনায় অভিনয় করেছেন অর্পিত চৌধারি, কারিশমা শর্মা এবং নচিকেত নর্বেকার। কাহিনী ভাল হলেও নির্দেশনা ভাল হয়নি বলে দর্শক টানেনি ফিল্মটি। সপ্তাহান্ত পর্যন্ত আয় এক কোটি রুপির কম। ইংরেজি ভাষাভিত্তিক কমেডি অ্যাডভেঞ্চার ফিল্ম ‘দি এক্সট্রাঅর্ডিনারি জার্নি অফ দ্য ফকির পরিচালনা করেছেন কেন স্কট। অভিনয় করেছেন ধানুশ, বেরনিস বেহো, এরিন মরিয়ার্টি, বারখাদ আবদি, জেরার জুগনো, বেন মিলার এবং আবেল জাফরি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।