প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামীকাল বলিউডের ‘আর্টিকেল ফিফটিন’, ‘হামে তুমসে পেয়ার কিতনে’ এবং ‘নোবল ম্যান’ ফিল্ম তিনটি মুক্তি পাবে। বেনারস মিডিয়া ওয়ার্ক্স প্রডাকশন এবং হি স্টুডিওসের ব্যানারে ক্রাইম থ্রিলার ‘আর্টিকেল ফিফটিন’ মুক্তি পাচ্ছে। অনুভব সিনহার প্রযোজনা ও পরিচালনায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, ইশা তালভার, মনোজ পাহভা, সায়ানি গুপ্ত, কুমুদ মিশ্র, মোহাম্মাদ জিশান আইয়ুব এবং নাসার। সঙ্গীত পরিচালনা করেছেন অনুরাগ সাইকিয়া, জিঙ্গা শঙ্কর, দেবিন ‘ডিএলপি’ পারকার এবং পীযুষ শঙ্কর। বোরা বোরা এন্টারটেইনমেন্ট এবং বেলভি প্রডাকশন্সের ব্যানারে মুক্তি পাচ্ছে ‘হামে তুমসে পেয়ার কিতনে’। রোমান্স ড্রামটি প্রযোজনা করেছেন মহেন্দ্র বোহরা। ললিত মোহনের পরিচালনায় অভিনয় করেছেন করণবীর বোহরা, প্রিয়া ব্যানার্জি, সামীর কোচ্ছার এবং মহেশ বলরাজ। সঙ্গীত পরিচালনা করেছেন জিত গাঙ্গুলী, টোনি টাক্কার, ডিজে এমিনিস, শারিব সাবরি, তোশি সাবরি এবং রাজ আশু। ইয়োডলি ফিল্মসের ব্যানারে সাইকোলজিকাল থ্রিলার ‘নোবল ম্যান’ মুক্তি পাবে। প্রযোজনা করেছেন বিক্রম মেহরা এবং সিদ্ধার্থ আনন্দ কুমার। বন্দনা কাটারিয়ার পরিচালনায় অভিনয় করেছেন কুণাল কাপুর, মাস্টার আলি হাজি, মোহাম্মদ আলি মির, মুশকান জাফেরি, শান গ্রোভার এবং সোনি রাজদান। সঙ্গীত পরিচালনা করেছেন কে. সি লয় এবং শ্রী শ্রীরাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।