Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী সদর হাসপাতালে ১১ দালাল প্রতারকের জেল জরিমানা

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ৮:০৬ পিএম | আপডেট : ৮:১১ পিএম, ২৬ জুন, ২০১৯

ফেনীর আধুনিক সদর হাসপাতালে দালাল প্রতারক নির্মূলে র‌্যাব-৭ ফেনীর সদস্যরা ঝটিকা অভিযান চালায়। এ সময় ১১ জন দালাল প্রতারককে হাতে নাতে ধরে ফেলে র‌্যাব। পরে তাদের জেল জরিমানা করেন ভ্রাম্যমান আদালত । এ বিষয়ে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,ফেনী সদর হাসপাতালে দালাল প্রতারকের উপদ্রহ, উৎপীড়ন ও জনহয়রানি নির্মূলে গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে র‌্যাব-৭ ফেনী ও সদর হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরের জামান চৌধুরী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন । এ সময় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নুরের জামান চৌধুরী ফেনী সদর হাসপাতালে নির্ধারিত সময়ের বাইরে ঔষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের রোগী ও ডাক্তারদের বিরক্ত করার কারনে এবং দালালচক্রের উপদ্রব সেবা ভোগী জনগণকে বিড়ম্বনা ও প্রতারণা করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন । এ সময় ৪ জন ঔষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রফিকুল ইসলাম (৩২), আনোয়ার পারভেজ(২৮), ফারুক আহমেদ(৪০) ও আবু সালমান(২৫)কে ১,০০০/- টাকা করে অর্থদন্ড প্রদান করেন এবং দালালচক্রের প্রতারক মো: ফিরোজ (৫০), মো: আফছার (৪২), মো: সুজন (২০), মো: নয়ন (৩৫), মো: শরীফ (৫০), টুটন মজুমদার (২৭) ও শাখাওয়াত হোসেন (১৮) কে ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন । মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্প এর এএসপি মো: জুনায়েদ জাহিদী ও ফেনী সদর হাসপাতালের আরএমও ডা: মো: আবু তাহের, বেঞ্চ সহকারী প্রদীপ চন্দ্র দাস ও র‌্যাব-৭ ফেনী ক্যাম্প এর সদস্যরা। এ সময় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নুরের জামান চৌধুরী ফেনী সদর হাসপাতালে নির্ধারিত সময়ের বাইরে ঔষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের রোগী ও ডাক্তারদের বিরক্ত না করার জন্য মৌখিকভাবে সর্তক করেন এবং উপস্থিত রোগীদের স্বাস্থ্য সেবা বিষয়ে দালাল থেকে দূরে থাকতে অনুরোধ করেন। স্থানীয় লোকজন এই অভিযানকে স্বাগত জানান। এই সব অপরাধ নির্মুলে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার(ভূমি) জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ