Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩১ ইটভাটা মালিকের বিরুদ্ধে পুলিশের মামলা

হাইকোর্টের রায় জালিয়াতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ১২:০৩ এএম

রায় জালিয়াতির মাধ্যমে অবৈধ কার্যক্রম চালানোয় ২৯ ইট ভাটার ৩১ মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলাগুলোর একন তদন্ত চলছে। হাইকোর্টের নির্দেশে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চে দাখিলকৃত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দিনাজপুর জেলা পুলিশ। সরকারপক্ষের কৌঁসুলি ডেপুটি এটর্নিজেনারেল মো. আল-আমিন সরকার জানান,‘ দিনাজপুরে ইটভাটা চালাতে হাইকোর্টের জাল আদেশ’ শিরোনামে গত ২৩ এপিল একাধিখ জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ পরিপ্রেক্ষিতে গত ২৮ এপ্রিল দিনাজপুর জেলা প্র শাসক হাইকোর্টে দুটি আবেদন করেন। আবেদনে ঘটনার ব্যাখ্যা দিতে ইটভাটার মালিকদের আদালতে হাজির হতে বলা হয়। সেই সঙ্গে রায়ের জাল নথি তৈরি করায় ইট ভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়। পরে জড়িতদের বক্তব্য শোনার পর আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিনাজপুর পুলিশতে নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ