রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে কাউন্সিলার পদের উপ-নির্বাচনে গাজর প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ৯২৯। তার নিকটতম প্রতিদন্ধী উপজেলা স্বেচ্ছাসেবক নেতা ছরওয়ার কামাল পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৬৩১ ভোট।
পশ্চিম ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে গত সোমবার নিশ্চিদ্র নিরাপত্তায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই উপ-নির্বাচন। সকাল ৯.০০টা থেকে শুরু হয়ে বিকাল ৫.০০ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাতকানিয়া পৌরসভার ০৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার হাফেজ আবদুল মালেক ইন্তেকাল করলে নির্বাচন কমিশান এ ওয়ার্ডটি শূন্য ঘোষণা করেন।
পরে উপ-নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করলেন ৭ জন প্রার্থী কাউন্সিলার পদে মনোনয়ন সংগ্রহ করেন। এবং গত সোমাবার নির্বাচনে আরিফুল ইসলাম বিজয় লাভ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।