রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইন্দুরকানীতে মিমাংসা রায়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত তিন। গত বুধবার উপজেলার বালিপাড়া চন্ডিপুর বাজারে বাকি চাওয়াকে কেন্দ্র করে ক্রেতা শুক্কুর আলী ও ব্যবসায়ী হাবিবুর রহমান মধ্যে কথা কাটাকাটি সংঘর্ষের রূপ নেয়।
এ বিষয় নিয়ে চন্ডিপুর বাজার কমিটি মিমাংসা জন্য চন্ডিপুর বাজারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন রুহুল আমিন বাগা উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠক করার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান উপস্থিত ছিলেন। মিমাংসার শেষ প্রান্তে ক্রেতা শুক্কুর আলীকে ভুল স্বীকার করতে বললে তিনি স্বীকার না করে সালিসদারদের উপর ক্ষুদ্ধ হন। তখন সালিসদার রুহুল আমিন বাগা শুক্কুর আলীকে একটি চর মারেন। একে কেন্দ্র করে রুহুল আমিন গ্রুপ ও হাওলাদার গ্রুপের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ফলে দুই গ্রুপের মধ্যে চলছে দফায় দফায় সংঘর্ষ।
গত সোমবার দোকানদার মো. ছরোয়ার হোসেন কে বাড়ি যাওয়ার পথে রাহাত ও শুক্কুরের নেতৃত্বে দেশীয় অস্র দিয়ে গুরুতর আহত করে। তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন। এ ঘটনাকে কন্দ্রে করে এনামুল, শুক্কুর ও ইমন আহত হন। ঘটনাকে কেন্দ্র করে বাজারের বিক্রেতা ও সাধারন লোকজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বাজার ব্যবসায়ী মো. হারুন বাগা জানান, শুক্কুর আলী দীর্ঘদিন নেশা করেন এবং বিভিন্ন দোকান থেকে বাকি না দিলে হুমকি দেন। বাজার কমিটির সাধারন সম্পদক রুহুল আমিন বাগা জানান, একটি গ্রুপ দীর্ঘ দিন ধরে প্রভাবশালি মহলের ছত্রছায়ায় চন্ডিপুর বাজারে নিরব চাঁদাবাজী করে আসছে। আমরা বাজার কমিটি এবং ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে এ ঘটনা ঘটে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, পরিস্থিত নিয়ন্ত্রনের জন্য পুলিশ পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।