প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টেজ শো করার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন সঙ্গীতশিল্পী এ্যান্ড্রু কিশোর। সাথে যাচ্ছেন তার স্ত্রী লিপিকা এ্যান্ডু। সেখানে তিনি স্টেজ শো করার পাশাপাশি পরিবারের সাথেও সময় কাটাবেন। তার ছেলে-মেয়ে দু’জনই অস্ট্রেলিয়া থাকেন। জুলাইয়ের মাঝামাঝি তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে মেলবোর্ন, সিডনী ও এডিলেট সিটিতে তিনটি ভিন্ন শো’তে সঙ্গীত পরিবেশন করেবন। এ্যান্ডু কিশোর বলেন, ‘যেহেতু আমার ছেলে-মেয়ে দু’জনই অস্ট্রেলিয়া থাকে এবং সেখানেই আমার তিনটি স্টেজ শো, তাই ভাবলাম এবার সঙ্গে স্ত্রীকে নিয়ে যাই। ছেলে-মেয়ের সঙ্গে ভালো সময়ও কাটবে।’ এর আগে অস্ট্রেলিয়ায় তিনবার স্টেজ শো’তে অংশগ্রহণ করেন এ্যান্ডু কিশোর। এ্যান্ডু কিশোরের ছেলে জে এ্যান্ডু পড়াশুনা করছেন সিডনীর একটি ইউনিভার্সিটিতে। অন্যদিকে মেয়ে মিলিম এ্যান্ডু বিয়ের পর অস্ট্রেলিয়ার মেলবোর্নে আছেন স্বামীর সঙ্গে। তিনিও সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।