প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত ঈদুল ফিতরে টিআরপি রিপোর্টে শীর্ষ দশের মধ্যে ৪র্থ ও ৫ম স্থান করে নেয় বৈশাখী টেলিভিশনে প্রচারিত টিপু আলম মিলনের গল্পে নির্মিত দু’টি নাটক। নাটক দু’টি হলো জিয়াউর রহমান জিয়া পরিচালিত বরিশাল টু ঢাকা এবং আকাশ রঞ্জন পরিচালিত ভাবীর দোকান। এছাড়া সকাল আহমেদ পরিচালিত টিপু আলম মিলনের গল্পে নির্মিত ৭ পর্বের ধারাবাহিক ঈদ বোনাস নাটকও বেশ প্রশংসিত হয়। এ সাফল্যের ধারাবাহিকতাতেই আসন্ন ঈদুল আযহাতেও টিপু আলম মিলনের গল্পে বৈশাখী টেলিভিশনের জন্য নির্মাণ হবে পাঁচ নাটক। এরমধ্যে তিনটি একক নাটক এবং দু’টি ৭ পর্বের ধারাবাহিক। তিনটি একক নাটক হলো আলগা দোষ, ঘরকা মুরগী ডাল বরাবর ও ডিজিটাল প্রতারণা। ধারাবাহিক দু’টি হলো জামাই বাজার ও লো প্রেসার। নাটকগুলো নির্মাণ করবেন বর্তমান সময়ের প্রতিষ্ঠিত নির্মাতাগণ। এক ঝাক নতুন মুখের সঙ্গে অভিনয় করবেন বর্তমান সময়ের জনপ্রিয় সব অভিনয় শিল্পী। উল্লেখ্য, টিপু আলম মিলন বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক। তিনি বলেন, বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনার মধ্যেও আমার গল্প নিয়ে নির্মিত দু’টি নাটক টিআরপি রিপোর্টের শীর্ষ দশে স্থান করে নিয়েছে জেনে ভালো লাগছে। এ কারণে, ঈদুল আযহাতেও আমার গল্পে নাটক নির্মাণে উৎসাহবোধ করছি। আগামী ঈদুল আযহাতেও আমার গল্পের এ নাটকগুলোতে দর্শকরা আনন্দ ও বিনোদন উপভোগ করবে বলে আমার বিশ্বাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।