Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘প্রিটি উওম্যান’-এর শেষ দৃশ্য ছিল দুঃখের –জুলিয়া রবার্টস

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৬ এএম

অভিনেত্রী জুলিয়া রবার্টস জানিয়েছেন তার অভিনয়ে গ্যারি মারশাল পরিচালিত ১৯৯০ সালের বøকবাস্টার রোমান্টিক ড্রামা ‘প্রিটি উওম্যান’-এর শেষ দৃশ্য মূল চিত্রনাট্যে এমন মিলনান্তক ছিল না, বরং ছিল দুঃখের। ‘প্রিটি উওম্যান’কে সর্বকালে ক্লাসিক চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয় আর জুলিয়ার ক্যারিয়ারে এটি সবচেয়ে স্মরণীয় ফিল্মও, যদিও তিনি ‘এরিন ব্রকোভিচ’-এর জন্য অস্কার পেয়েছেন। ‘প্রিটি উওম্যান’-এ তিনি ভিভিয়ান ওয়ার্ড নামে এক দেহপসারিনীর ভূমিকায় অভিনয় করেছেন রিচার্ড গিয়ারের বিপরীতে। গিয়ার অভিনয় করেছিলেন এডওয়ার্ড লুইস নামে এক ধনি উদ্যোক্তার ভূমিকায়। রবার্টস এক অনুষ্ঠানে প্যাট্রিসিয়া আর্কেটকে জানান, তিনি বাস্তবে ‘থ্রি থাউজ্যান্ড’ নামের একটি চিত্রনাট্যের জন্য অডিশন দিয়েছিলেন যার শেষ দৃশ্য ছিল মন খারাপ করার মত। রবার্টস (৫১) বলেছেন, “ অনেক অনেক বছর আগে আমি ক্যারিয়ারের প্রথম দিকে ‘থ্রি থাউজ্যান্ড’ নামের একটি চলচ্চিত্রের জন্য অডিশনে গিয়েছিলাম। অনেকেরই জানা নেই সেটি ছিল ‘প্রিটি উওম্যান’-এর চিত্রনাট্য। আর সেটির শেষ দৃশ্য ছিল মন ভারি করা।” চলচ্চিত্রে এডওয়ার্ড ভিভিয়ানের কাছে ফিরে এলেও, তিনি জানান চিত্রনাট্যে ভিভিয়ানকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার ওপর তার পারিশ্রমিক ছুড়ে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ