Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

পাঁচবিবিতে বন্দুক যুদ্ধে নিহত-১

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাট (পাঁচবিবি) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে বন্দুক যুদ্ধে ১ মাদক সম্রাট নিহত হয়েছে। নিহত তরিকুল ইসলাম (৪০) রতনপুর চকশিমুলিয়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় ৯টি মাদকের মামলা রয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কিরণ কুমার জানান, আজ বৃহস্পতিবার ভোরে তরিকুলসহ ২০/২৫ জন ফেনসিডিল নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবি শালুয়া স্মশান ঘাটে যায়। মাদক ব্যবসায়ীরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ শটগানের ১০ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তরিকুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় পুলিশ সদস্য অন্তিম ও বিজিবি সদস্য সালাউদ্দিন ও সুফল আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ২১৬ বোতল ফেনসিডিল, ৫টি হাসুয়া, ১টি বল্লম ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ