Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শিবগঞ্জে পৃথক সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত ১, আহত ৩

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের লহামারী এলাকায় জমি-জামা সংক্রান্ত বিরোধের জেরে সফিকুল ইসলাম (৪৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলো- উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের লহলামারী গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। এছাড়া দূলর্ভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ককটেল হামলা চালিয়ে বাবা ও ছেলেসহ তিনজন গুরুত্বর আহত। আহত ব্যক্তিরা হলো- দূলর্ভপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে হুমায়ন আলী (৮০), ছেলে নাইমুল হক (৩০) ও স্ত্রী রুমালী বেগম (৫৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় সফিকুল ইসলাম রানীবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে লহলামারী-রানীবাড়ি চাঁদপুর এলাকায় একা পেয়ে একদল দূর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল নিয়ে যাওয়ার পথে গোদাগাড়ী নামক স্থানে তার মৃত হয়। অন্যদিকে একই সময় দূলর্ভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকায় হুমায়ন আলীর কাঁঠাল গাছ কেটে ফেলায় প্রতিবাদ করায় প্রতিবেশী মাসুদ ও আলমসহ একদল দূর্বৃত্ত হুমায়নের পরিবারের ওপর ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে হুমায়নসহ তার স্ত্রী ছেলে গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, বাবা-ছেলে গুরুত্বর আহত অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম জানান, পৃথক দুটি ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ