বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কারাগারগুলোর প্রকৃত ধারণক্ষমতা, বর্তমান বন্দী এবং কারা চিকিৎসকের সংখ্যা কত তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ সংখ্যা জানতে চান। একই সঙ্গে কারাবন্দীদের আইনগত অধিকার নিশ্চিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না-এই মর্মে রুল নিশিও জারি করেন। রুলে কারাগারে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না-সেটিও জানতে চাওয়া হয়েছে। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা বিভাগ), স্বাস্থ্য সচিব, সমাজকল্যাণ সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও কারা মহাপরিদর্শককে আগামি চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
উল্লেখ্য, দেশের কারাগারগুলোর ধারণ ক্ষমতা, বন্দি ও চিকিৎসকের সংখ্যা এবং চিকিৎসকের শূন্য পদের বিষয়ে প্রকাশিত সংবাদ উদ্ধৃত করে অ্যাডভোকেট জে.আর.খান রবিন জনস্বার্থে রিট করেন। রিটের শুনানি শেষে আদালত গতকাল এ রুল জারি করেন। রিটকারির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নিজেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।