Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে তিন তালাক বিরোধী বিল উত্থাপন মানবাধিকার লঙ্ঘন

----- আল্লামা নূর হোসাইন কাসেমী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৪ এএম

ভারতের লোকসভায় সে দেশের মুসলিম নাগরিকদের জন্য বিবাহ সম্পর্কিত ইসলামী বিধান তিন তালাক বিরোধী বিল উত্থাপনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী। এক বিবৃতিতে তিনি বলেছেন, এটা জাতিসংঘের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত বিদ্যমান আইন ও ঘোষণার মারাত্মক লঙ্ঘন।

তিনি বলেন, ভারতে মোদির সরকার মুসলমানদের স্বাভাবিক জীবন যাপন ও নিরাপত্তাকে দুর্বিষহ করে তুলেছে। অথচ তারাই কিনা তিন তালাক প্রসঙ্গ সামনে এনে মুসলিম নারীদের প্রতি অতিদয়ালু ভাব দেখাতে চায়। মূলত: বিজেপি সরকার মুসলমানদের সামাজিক ও পারিবারিক শৃঙ্খলা ভেঙ্গে দিতেই এই বেআইনী ও মানবাধিকার বিরোধী উদ্যোগ নিয়েছে। এটা সরাসরি ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে বিজেপির ধর্মীয় আগ্রাসন। আমরা বিজেপির এমন উদ্যোগের তীব্র নিন্দা করি ও প্রতিবাদ জনাই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ