Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চালের বস্তায় মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ব্যাখ্যা চাইলো হাইকোর্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৪ এএম

৮শ টন চালের বস্তায় মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ ব্যাখ্যা তলব করেন। আগামি ১৮ এপ্রিলের মধ্যে হলফনামার মাধ্যমে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। খাদ্য অধিদফতরের মহা-পরিচালকসহ সংশ্লিষ্টরা এ বিষয়ে ব্যাখ্যা দেবেন।
উল্লেখ্য, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সকিপুর খাদ্যগুদাম ৮শ’ টন চাল সংগ্রহ করে। কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও খৃস্টানদের বড় দিন উপলক্ষে এ চাল কুষ্টিয়া গুদাম থেকে সংগ্রহ করা হয়। এ ক্ষেত্রে নতুন চালের বস্তায় চারপাশ ঘিরে রেখে মাঝে পুরাতন চালের বস্তা সরবরাহ করা হয়। অথচ মূল্য রাখা হয় নতুন চালের। এ ঘটনায় অর্থ আত্মসাতের অভিযোগও ওঠে। বিষয়টি স্থানীয় সংবাদ মাধ্যমে উঠে আসে। ওই সংবাদ সংযুক্ত করে রিট ফাইল করা হয়। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত ১৪ মে মেয়াদোত্তীর্ণ চাল গুদামজাতের বিষয়টি তদন্ত করতে ‘জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ নির্দেশ দেন। ১৯ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। চালের বস্তায় মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি উঠে আসে তদন্তে। প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। গতকালের শুনানিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃক্ষের পক্ষে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ