Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পলাশী দিবসের চেতনায় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় উজ্জীবিত হতে হবে

ঐতিহাসিক পলাশী দিবস পালিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৪ এএম

ঐতিহাসিক পলাশী দিবস পালন উপলক্ষ্যে গতকাল রোববার বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, পালাশী দিবসের চেতনায় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় উজ্জীবিত হতে হবে। এই দিবস স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার দীপ্ত শপথ গ্রহণের দিন। 

নেজামে ইসলাম পার্টি
নেজামে মাওলানা মো. আবদুল লতিফ নেজামী ঐতিহাসিক পলাশী দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার দীপ্ত শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশ জাতি ও জনগণের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র মোকাবেলায় ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলা অপরিহার্য উঠেছে।
তিনি ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষ্যে গতকাল রোববার সকালে মহানগর নেজামে ইসলাম পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মহানগর সভাপতি অধ্যাপক এহতেশাম সারোয়ারের সভাপতি্েত্ব অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি এএনএম জিয়াউল হক মজুমদার, মাওলানা শেখ লোকমান হোসেন, মুফতি আবদুল কাইয়ূম, মাওলানা এ কে এম আশরাফুল হক, মাওলানা ওবায়দুল হক, মাওলানা মমিনুল ইসলাম, পীরজাদা সৈয়দ মো. আহসান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবদুল বাতেন ও নূরুজ্জামান প্রমূখ।

মুসলিম লীগ
মুসলিম লীগের নেতৃবৃন্দ বলেছেন, তৎকালীন ব্রিটিশ বেনিয়া রবার্ট ক্লাইভের মত এখনো আগ্রাসনবাদীরা আমাদের জন্মভূমির দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। আর চক্রান্ত বাস্তবায়নের জন্য নব্য মীরজাফর, উমিচাঁদ, ঘষেটি বেগমদের খুঁজছে। পলাশী প্রান্তরের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে জাতিকে সজাগ থাকতে হবে।
গতকাল রোববার দুপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে পল্টনস্থ দলীয় প্রধান কার্যালয়ে নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত সভায় নেতৃবৃন্দ একথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, আকবর হোসেন পাঠান, আনোয়ার হোসেন আবুড়ী, কাজী এ এ কাফী ও খান আসাদ।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ