বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তৃর্ণমূল নেতাকর্মীদের কাছে জবাবদিহিতা থাকলে কোনো দলেই মনোনয়ন বাণিজ্য বা পদোন্নতি বাণিজ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, জাতীয় পার্টিতে একজন নেতা দুটি পদে থাকতে পারবেন না। এতে নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে।
জাতীয় পার্টি সংগঠিত করতে আমরা একটি মেধাবী টিম তৈরি করব। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নিজস্ব রাজনীতি করবে। গণমানুষের অধিকার আদায়ে কখনোই পিছপা হবে না জাতীয় পার্টি। গতকাল রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের অফিসে বরিশাল জেলা ও মহানগর নেতারা সাক্ষাত করতে এলে তিনি এ সব কথা বলেন।
জিএম কাদের বলেন, দেশের একটি দল নেতা কেন্দ্রীক, তাই নেতার অনুপস্থিতিতে দলটি অস্তিত্ব সঙ্কটে পড়েছে। ওই দলের শীর্ষ নেতৃত্বে ভুল আর হাওয়া ভবন প্রভাবিত রাজনীতি দেশের মানুষ গ্রহণ করেনি। তিনি বলেন, জাতীয় পার্টি সব সময় নেতাকর্মী কেন্দ্রীক রাজনীতি করবে। তৃণমূল নেতাকর্মীরাই জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করবে। এতে তৃণমূল কর্মীদের গুরুত্ব বাড়বে পার্টিতে।
তিনি আরও বলেন, ২৪ থেকে ২৭ জুন বিভাগীয় সাংগঠনিক সভায় নেতাকর্মীদের পরামর্শে ৮ বিভাগের জন্য আলাদা টিম গঠন করা হবে। যারা তৃণমূল পর্যায়ে কমিটির কোন্দল নিরসনে পরামর্শ দেবেন।
বরিশাল জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব শফিউল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূঁইয়া, বরিশাল জেলা কমিটির যুগ্ম আহ¦রয়ক ইকবাল হোসেন তাপস, মো. রফিকুল ইসলাম গফুর, অ্যাডভোকেট এমএ জলিল, আখতার রহমান প্রমুখ। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।