Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় পিকআপ ভর্তি ফেন্সিডিলসহ আটক দুই

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় পিকআপ ভর্তি আমদানি নিষিদ্ধ দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ দুই চোরাচালানীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ভাদড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২৮) ও সদর উপজেলার বৈকারি গ্রামের আবু তালেব মোড়লের ছেলে শরিফুল ইসলাম (২০)।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সদর উপজেলার বৈকারী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে আগরদাড়ি ইউনিয়নের খলিলনগর মহিলা মাদ্রসার সামনে ফেন্সিডিলের একটি বড় চালান আনা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পাচারকারীরা পিকআপ ভর্তি ফেন্সিডিল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে সীমান্তের ভাদড়া মোড় থেকে পুলিশ দুই চোরাচালনীসহ ফেন্সিডিল বহনকারী পিকআপটি (ঢাকা মেট্রো ন-১১-৭১০৪) আটক করা হয়। পরে পিকআপের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পিক আপে বেশ কয়েটি পানির ড্রামও পাওয়া গেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ