Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দুই যুগ পর নতুন করে তুমি মোর জীবনের ভাবনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৫ এএম

প্রয়াত বরেণ্য সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘অনুপম রেকর্ডিং মিডিয়া’ এক অন্যরকম উদ্যোগ নিয়েছে। ১৯৯৬ সালে প্রয়াত শিবলী সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার ‘তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা’ গানটি নতুন করে করা হচ্ছে। গানটির কথা এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। গানটি গেয়েছেন এই প্রজন্মের সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। একটি জনপ্রিয় গান নতুন করে আবার গাইতে পারাকে লুইপা বড় অর্জন বলে মনে করেন। এর আগে এই গানটিতে কন্ঠ দিয়েছিলেন কনকচাঁপা। সম্প্রতি রাজধানীর তিনশ’ ফিট এলাকায় সেট ফেলে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। নতুন করে গানটিতে কন্ঠ দেয়া প্রসঙ্গে লুইপা বলেন, ‘বুলবুল স্যারের প্রতি শ্রদ্ধা রেখে চেষ্টা করেছি গানটি ভালোভাবে গাইবার। শ্রোতারা ভালো বলতে পারবেন কেমন হলো। আমি আমার প্রতিটি গানেই নিজের সর্বোচ্চটুকু দিয়ে গাইবার চেষ্টা করি। এই গানেও চেষ্টার কোন কমতি ছিলনা ’। অনুপম রেকর্ডিংয়ের কর্ণধার আনোয়ার হোসেন বলেন, ‘লুইপা এই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম একজন শিল্পী। অসাধারণ গেয়েছে।’ আনোয়ার হোসেন জানান, শিগগিরই গানটি অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে আগামী ঈদের আগেই প্রকাশিত হবে। এদিকে লুইপার এরইমধ্যে প্রথমবারের মতো একটি দেশাত্ববোধক গানও প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম হচ্ছে ‘অপরূপ বাংলাদেশ’। গানটি লিখেছেন এবং সুর করেছেন কবির বকুল এবং সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ