প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. ভারত ২. গেম ওভার ৩.খামোশি ৪. পিএম নরেন্দ্র মোদি
৫. ইন্ডিয়া’স মোস্ট ওয়ান্টেড
খামোশি
চক্রি তোলেটি পরিচালিত সুপারন্যাচারাল হরর ফিল্ম।
দাম্পত্য নির্যাতন সইতে না পেরে দেবের মা দেশ ত্যাগ করে লন্ডন চলে যায় সেখানে সুরভি নামে একটি মেয়েকে সে দত্তক নেয়। মুক ও বধির সুরভি (তামান্না ভাটিয়া) বড় হয়ে বিপুল সম্পত্তির মালিক হয়। সে সিদ্ধান্ত নেয় তার সম্পদের অর্ধেক সে ভারতে একটি অনাথ আশ্রমে দান করবে। কিন্তু তা প্রতিবেশী দেসাই দম্পতি (সঞ্জয় সুরি এবং ভূমিকা চাওলা) তা মেনে নিতে পারে না। অন্যদিকে সুরভির সৎভাই দেব (প্রভু দেবা) এক মানসিক রোগের হাসপাতাল থেকে পালিয়ে লন্ডনে এসেছে, তার দাবি এই সম্পদ ও সম্পত্তির আসল উত্তরাধিকারী সে নিজে। সুরভির বাড়ির আশপাশে বেশ কয়েকটি খুন হয়। কে করছে এসব খুন? দেব নাকি দেসাই দম্পতি? শেষে বাড়ির ভেতর হানা দেয় আততায়ী। সহায়তা চায়। প্রতি মুহূর্ত আতঙ্কে কাটাতে হচ্ছে সুরভিকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।