Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

জয়পুরহাটে পুলিশ-বিজিবির সঙ্গে গোলাগুলিতে নিহত ১

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রতনপুর গ্রামে মাদক চোরাকারবারিদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোলাগুলি হয়েছে। ওই সময় গুলিবিদ্ধ হয়ে তরিকুল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশের জানায়, গোলাগুলিতে নিহত তরিকুল ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। তরিকুল ও তাঁর সঙ্গীদের সঙ্গে গোলাগুলির সময় পুলিশের এক কনস্টেবল ও বিজিবির দুই সিপাহি আহত হয়েছেন। গোলাগুলির পর চোরাকারবারিদের ফেলে যাওয়া বেশ কিছু হাঁসুয়া, চায়নিজ কুড়াল, লাঠি ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।আহত তিনজন হলেন পুলিশ কনস্টেবল অন্তিম এবং বিজিবির সিপাহি সালাউদ্দিন ও সুফল। তাঁদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ