Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে’

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ ডিপো ঘেরাও বিআরটিসিতে ফের আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ৬:৫৭ এএম

বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ বাস ডিপো ঘেরাও করেন শত শত শ্রমিক। এ সময় তারা বকেয়া ৭ মাসের বেতন দাবি করেন।

শ্রমিকরা জানান, ঢাকার জোয়ারসাহারা ডিপোতে গত ১০ মাস বেতন পাননি শ্রমিকরা। এক বছর তেন পাননি গাবতলীর চালক-শ্রমিকরা। একই অবস্থা মতিঝিল, মোহাম্মদপুর ও নারায়াণগঞ্জ ডিপোতে। ভারত থেকে নতুন বাস আসার পরও তাদের বেতন হচ্ছে না।

বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া বলেন, ঈদুল ফিতরে বেতন-বোনাস দিতে গিয়ে শ্রমিকদের বেতন বকেয়া পড়েছে। সকালে নারায়ণগঞ্জ ডিপো বন্ধ থাকলেও বিকেলে ডিপো থেকে বাস ছেড়েছে। তবে শ্রমিকদের অভিযোগ, বিআরটিসি চেয়ারম্যানের দুর্নীতির কারণেই আজকের এই অবস্থা। তারা বলেন, চেয়ারম্যান ডিপো থেকে মাসিক ও সাপ্তাহিক টাকা তুলে নেন। যে কারণে বিআরটিসির বাস রাস্তায় চললেও মাস শেষে বেতন হচ্ছে না। তারা অভিযোগ করেন, এর আগে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করায় চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়ার নির্দেশে ৫০ জন শ্রমিককে ঢাকার বাইরে বদলি করা হয়। পোস্টার ছাপানোর অপরাধে এক শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে।
শ্রমিকরা জানান, স¤প্রতি বিআরটিসি চেয়ারম্যানের দুর্নীতির বিবরণ তুলে ধরে পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে লিখিত অভিযোগ জমা দেন তারা।

বিআরটিসি সূত্র জানায়, ঢাকার মতিঝিল ডিপোতে ৫ মাস, মোহাম্মাদপুরে ৬ মাস, গাবতলীতে ১২ মাস, জোয়ারসাহারায় ১০ মাস, গাজীপুরে ৭ মাস ও মিরপুর ডিপোতে ৪ মাস বেতন বকেয়া পড়ে আছে। তবে বেতন বকেয়া পড়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন বিআরটিসি চেয়ারম্যান। তিনি বলেন, গত ঈদে বোনাস দেয়ায় বেতন অনিয়মিত হয়েছে। নতুন বাস ফ্লিটে যোগ হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ