Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় দিনের মতো কাজ বন্ধ : পৃথক মামলা দায়ের

পায়রায় বাংলাদেশি ও চীনা শ্রমিক সংঘর্ষ

পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৭ এএম

গত মঙ্গলবারে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষে চীনা নাগরিক জংইয়াংসন নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাতে পটুয়াখালীর কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি ম্যানেজার ওয়াং লি পিং। অজ্ঞাতনামা ৫ থেকে ৬শ’ লোককে আসামি করে এ হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।

এদিকে একই দিনে একই ব্যক্তির দায়েরকৃত ভাঙচুর ও লুটপাটের মামলায় ইতোমধ্যে ১৬ জনকে গ্রেফতারসহ ৪টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। এরমধ্যে চারজন সুজন তালুকদার (৩৫), জলিল ফকির (৪২), সজিব শরীফ (২০) ও মামুন তালুকদার (২০) কে গত বৃহস্পতিবার রাতে ধানখালী পাওয়ার প্লান্ট এলাকা থেকে চীনাদের খোয়া যাওয়া ল্যাপটপ, সিপিইউ ও মনিটরসহ আটক করে কলাপাড়া পুলিশ।

গতকাল শুক্রবার সকালে তাদের সবাইকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় বলে জানান মামলার আয়ু শাখাওয়াত হোসেন। আদালত তাদের সবাইকে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করেছে। ধৃত সবার বাড়ি উপজেলার ধানখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এদিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ১২ জন বাংলাদেশি শ্রমিককে এ মামলায় গ্রেফতার করে কলাপাড়া থানার এসআই মোজাম্মেলের কাছে হস্তান্তর করেছে। এরা হলো নাসির, সুজন, আবদুল লতিফ, আতিকুর রহমান, ইমাম হাসান, মেহেদী হাসান, রাসেল আলী, শামিম মিয়া, মামুন, আইয়ুব, ফারুক ও বেল্লাল। এদের সবার বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।
কলাপাড়া থানার এসআই মোজাম্মেল জানান, ১২ জনকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। আমি গ্রেফতারকৃত আসামিদের নিয়ে কলাপাড়া থানার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নিহত বাংলাদেশি শ্রমিক সাবিন্দ্র দাসের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পাওয়ার প্লান্টে আট শতাধিক পুলিশসহ বিজিবি, র‌্যাব ও আর্ম পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

এদিকে তাপ বিদু্যুৎ কেন্দ্রের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহমনি জিকো জানান, তারা কেন্দ্রের ভিতরে অবস্থানরত চীনা শ্রমিকদের কাজে ফেরাতে মানসিকভাবে প্রস্তুত করতে সার্বক্ষণিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবর রহমান গতকাল বিকেল ৪টায় জানান, বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কিছুক্ষণের মধ্যে কলাপাড়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসছেন। এখানে অবস্থানরত চীনা ও বাংলাদেশি শ্রমিকদের সাথে কথা বলবেন। কাজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে তারা সবাই চেষ্টা করে যাচ্ছেন।

 

 



 

Show all comments
  • ash ২২ জুন, ২০১৯, ৯:২৭ এএম says : 0
    ETA R ER WSKANI TATE KONO SHONDESHO NAI !! AMON GHOTONA DESH E ARO GOTTE THAKBE, EVEN JAPANISE, PARMANOBIK CHULLITEO AMI SURE !! SHOB POROJECT E ARO NIRAPOTTA R BEBOSTHA KORA WCHITH
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ