Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নারী শিশু পাচারকারী সন্দেহে ৬ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৭ এএম

নগরীর উত্তর পতেঙ্গার ধুমপাড়া থেকে নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য সন্দেহে নারীসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে মোজাফফর কোম্পানি বিল্ডিংয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামালা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের মূল হোতা নিপা, আকবরসহ ছয়জনকে আসামি করা হয়েছে। কিশোরীদের চাকরি দেওয়ার কথা বলে দেহব্যবসা করানোর অভিযোগ রয়েছে নিপার বিরুদ্ধে। এর আগেও ৬ মার্চ একই বিল্ডিংয়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৪১ জনকে আটক করে র‌্যাব। এর মধ্যে ১৯ জনকে জরিমানা এবং ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদÐ দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ