Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাব্বির নতুন মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৭ এএম

নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বী। গানটির শিরোনাম ‘সখী’। লালন লোহানী কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নাজির মাহমুদ। সুপ্তি মিউজিক স্টেশন থেকে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শরিফ আল-দীন। মডেল হয়েছেন সবুজ আশরাফ সুপ্ত এবং ইয়াসা তাহী। মিউজিক ভিডিওটি সম্পর্কে কামরুজ্জামান রাব্বী বলেন, গানের কথা, সুর এবং সংগীতায়োজন চমৎকার। নাজির মাহমুদের সুরে এই গানটি আমার সেরা গানের তালিকায় থাকবে। এই রকম কথার এবং সুরের গান আমার কাছে একেবারেই নতুন। গানের কথার সঙ্গে সমন্বয় করে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। নাজির মাহমুদ বলেন, লালনের লেখা সব সময় অসাধারণ। এছাড়া রাব্বী অনেক ভাল গেয়েছে। দৃষ্টিনন্দন একটি মিউজিক ভিডিও নির্মানের প্রয়াস ছিল গানটির কথার সঙ্গে সমন্বয় করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ