প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ মেন ইন ব্লাক : ইন্টারন্যাশনাল
২ দ্য সিক্রেট লাইফ অফ পেটস টু
৩ আলাদিন
৪ এক্স-মেন : ডার্ক ফিনিক্স
৫ গডজিলা : কিং অফ মনস্টার্স
মেন ইন ব্লাক : ইন্টারন্যাশনাল
এফ গ্যারি গ্রে পরিচালিত সাইফাই কমেডি ফিল্ম ‘মেন ইন ব্লাক : ইন্টারন্যাশনাল’। ‘ফ্রাইডে’ (১৯৯৫), ‘সেট ইট অফ’ (১৯৯৬), ‘দ্য নেগোশিয়েটর’ (১৯৯৮), ‘দি ইটালিয়ান জব’(২০০৩), ‘আ ম্যান অ্যাপার্ট’ (২০০৩), ‘বি কুল’ (২০০৫), ‘ল অ্যাবাইডিং সিটিজেন’ (২০০৯), ‘স্ট্রেইট আউটা কম্পটন’ (২০১৫) এবং ‘দ্য ফেইট অফ দ্য ফিউরিয়াস’ (২০১৭) গ্রে পরিচালিত চলচ্চিত্র। ‘এটি মেন ইন ব্লাক’ সিরিজের চতুর্থ চলচ্চিত্র। শিশুবেলায় এলিয়েনদের দেখা পেয়েছিল মলি (টেসা থমসন) আর সেসময়ই দুজন কালো পোশাক পরা রহস্যময় মানুষ তার বাবা-মাকে নিউরালাইজ করে তার সমানে। সেই থেকে সেই মানুষ আর তারা যাদের হয়ে কাজ করে তাদের খুঁজছে সে। শেষ পর্যন্ত সে মেন ইন ব্লাকদের খোঁজ পেয়ে যায়। দেখা হয় এজেন্ট ও’র (এমা থমসন) সঙ্গে। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সে মেন ইন ব্লাককে অন্তর্ভুক্ত হয়ে যায় তাকে সাময়িক নিয়োগ দেয়া হয় নাম দেয়া হয় এজেন্ট এম। লন্ডনে একটি তদন্তে এজেন্ট এইচকে (ক্রিস হেমসওয়ার্থ) সহায়তা করার দায়িত্ব দেয়া হয় তাকে। জানা যায় তাদের প্রতিষ্ঠানেই এক গুপ্তচর আছে। প্রতিষ্ঠানকে রক্ষার জন্য এমনকি পার্টনারকেও বিশ্বাস করা যাবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।