Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাকওয়ার অভাবে মুসলমানরা বিশ্ব শাসনে পিছিয়ে

আল্লামা ইসমাইল নুরপুরী

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৮ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নুরপুরী মাদরাসার ছাত্রদেরকে তাকওয়ার মাধ্যমে জীবন জিন্দেগি পরিচালনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তাকওয়া হচ্ছে মুসলমানদের মূল হাতিয়ার। তাকওয়া অর্জন করতে পারলে সারা বিশ্বই মুসলমানদের পদানত হয়ে যাবে। কোন অপশক্তি মুসলমানদের অগ্রযাত্রার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না।

তিনি গত বৃহস্পতিবার রাতে রায়পুরার আল জামিয়াতু শামসুল উলুম, বালুয়াকান্দি মাদরাসায় ১৪৪০-৪১ হিজরি শিক্ষাবর্ষে ছাত্রদের বুখারি শরিফের সবক দান অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদরাসার সভাপতি আলহাজ মুন্সি মোহাম্মদ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন, আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন খান, দত্তপাড়া মাদরাসার মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা বশির উদ্দিন প্রমুখ।

আল্লামা ইসমাঈল নুরপুরী বলেন, পবিত্র কুরআনের পরেই হচ্ছে বুখারি শরিফের স্থান। যেখানেই বুখারি শরিফের সবক হয় সেখান থেকেই মদিনার সাথে একটি নূরানী সংযোগ স্থাপিত হয়। আর এজন্যই কুরআনিক অনুষ্ঠানের পরে বোখারি শরিফের অনুষ্ঠান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম অনুষ্ঠান। বোখারি শরিফ সঙ্কলনকারী ইমাম বুখারি (রহ.) চরম দুঃখ কষ্টের জীবন যাপন করেছেন। চরম বাধা-বিপত্তির মধ্যেও তিনি তাকওয়াচ্যুত হননি। তিনি ১৬ বছর রোজা রেখে বোখারি শরিফ সঙ্কলন করেছেন। একজন তাকওয়াবান মুসলমানের ইশারায় নীলনদে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছিল। ইসলামের ইতিহাসে এমন বহু ঘটনার নজির রয়েছে। শুধুমাত্র তাকওয়া না থাকার কারণে মুসলমানরা দেশ তথা পৃথিবী শাসনে পিছিয়ে রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ