রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে দু’পক্ষের গোলাগুলিতে এনামুল হক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত এনামুল হক কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরী পিস্তল, ২ রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।
গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকায় গোলাগুলির ঘটনায় নিহত হয়। গাংনী থানার নবাগত ওসি ওবাইদুর রহমান জানান, কাজীপুর মুন্সিপাড়া এলাকাতে গোলাগুলি চলছে এমন খবরের ভিত্তিতে পুলিশের দু’টিদল ছুটে গিয়ে ঘটনাস্থলের আশেপাশে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের গোলাগুলি বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ১টি লাশ ও একটি পিস্তল, ২ রাউন্ডগুলি ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলিবিদ্ধ লাশটি কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে এনামুল হকের বলে তাৎক্ষনিকভাবে সনাক্ত করা হয়। মাদক ব্যবসায়ীদের মধ্য দ্ব›েদ্বর জের ধরে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত এনামুল ছিল এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও বোমাবাজ। তার নামে গাংনী থানায় বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদক সংক্রন্ত হাফ ডজন মামলা রয়েছে। নিহত মাদক ব্যবসায়ীর লাশ ময়না তদন্তের জন্য গতকাল শুক্রবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।