রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নে নাজিরপুর হতে শাঁখারীকাঠী ইউপি সড়ক রামকৃষ্ণ মহরীর বাড়ির সামনের লোহার ব্রিজটি ভেঙে পড়ায় ২টি ইউনিয়নের স্কুল-কলেজের প্রায় ১ হাজার শিক্ষার্থীসহ ৫ হাজার মানুষের চরম ভোগান্তি হচ্ছে।
জানা গেছে ব্রিজটি উপজেলার সদর ইউনিয়নের এইচকিউ হতে শাঁখারীকাঠী ইউপি সড়ক বাইনকাঠী গ্রামের মাঝে রামকৃষ্ণ মহরীর বাড়ির সামনে স্থাপিত। স্থানীয়রা জানান এই ব্রিজটি গত ২ মাস আগে আকস্মীকভাবে ভেঙে পড়ায় নাজিরপুর উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে চরম দুর্ভোগে পড়েছে কয়েকটি গ্রামের স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ প্রায় ৫ হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল ও ভ্যান নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের।
জানা যায়, প্রায় ৩ মাস আগে। নাজিরপুর হতে শাঁখারীকাঠী সড়ক মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম রাস্তার কাজ কার্পেটিং দ্বারা উন্নয়নের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছিলেন। কিন্তু দীর্ঘ ২ মাস পর্যন্ত ব্রিজটি ভেঙে খালে পড়ে থাকলেও নজর নেই প্রসাশনের কারো। এলাকাবাসীর অভিযোগ নাজিরপুর উপজেলা উল্লেখ যোগ্য উন্নয়ন হলেও ব্রিজটি ভেঙে খালে পড়ায় আমরা দুর্ভোগের সম্মুখিন হয়েছি। নাজিরপুর উপজেলা প্রকৌশলি জাকির হোসেন মিয়ার মুঠোফোনে কয়েকবার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খান বলেন, ব্রিজটি কাজের জন্য টেন্ডার হয়েছে, আপাতত আমার পরিষদ থেকে ব্রিজটি নির্মাণের কোন বরাদ্দ নেই। তাই আমি কিছুই করতে পারব না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।