রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বেতাগীতে উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ২০১৮-১৯ অর্থ বছরের বর্ধিত কোঠার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে।
এ উপজেলার একটি পৌরসভারসহ ৭টি ইউনিয়নে বর্ধিত কোঠায় বয়স্ক ৫১০ জন, বিধবা ২১৭ জন ও ভাতা প্রতিবন্ধী ১৮৪ জনসহ মোট ৯১১ জনকে ভাতার বই বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ শওকত হাচানুর রহমান রিমন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিঞা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।