Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৯ এএম


ঢাকার ধামরাইয়ে মাধ্যমিক পর্যায়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীদের নিয়ে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা জেলা পুলিশের আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী সূয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয় মাঠে কযেকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময়সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সূয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর ইসলাম।

এ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সাইদুর রহমান, সাভার সার্কেলের সহকারি পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন ধামরাই থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআইয়ের নির্বাহী পরিচালক ও সমাজ সেবক সামছুল হক, সাংবাদিক আবু হাসান প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের মাঝে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং এর কুফল বা ভয়াবহ ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করেন। এক পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীরা হাত উঁচিয়ে একযোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিংকে ‘না’ বলে এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে। সুন্দর সমাজ গঠণের প্রত্যয়ে আয়োজিত এ সভায় শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সহযোগীতায় ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা এস ডি আই। বিশেষ করে শিক্ষা উপকরণ হিসেবে মাদককে না বলুন ঃ বাংলাদেশ পুলিশ ধামরাই থানা। সৌজন্যে এস ডি আই লেখা সম্বলিত একটি করে স্কেল সকল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ